সাবাস পুলিশ সাবাস হাজারবার
দুই বছরের বাচ্চাও গ্রেপ্তার।।
সেও তো মারল আধলা কিংবা
ছুড়লো একটা ঢিল,
সেও তো বেজায় জঙ্গি বোধ হয়
কাশ্মীরি কার্গিল
সেও তো দারুণ মাওবাদী আর
আল-কায়দার চর,
সেও বেওয়ারিশ গুণ্ডা
ভাঙল গণতন্ত্রের ঘর।
সাবাস পুলিশ সাবাস হাজারবার
দুই বছরের বাচ্চাও গ্রেপ্তার।
সেও পুলিশের নরম স্বভাব
বুঝতে চায় না কেন?
মায়ের কোলের বিচ্ছুটা দেখ
বেয়াড়া জঙ্গি যেন,
আঁচলটাকেই আঁকড়ে ধরলো
একা বিলকুল একা
উর্দিধারীরা ধর বন্দুক
সিঙ্গুরে হবে দেখা।
সাবাস পুলিশ সাবাস হাজারবার
দুই বছরের বাচ্চাও গ্রেপ্তার।
আবাদি জমিতে কারখানা হবে
চারফসলিতে গাড়ি,
বেচে দাও খেত, বেচো নবান্ন
বেচে দাও তাড়াতাড়ি,
অনথিভুক্ত বর্গাদারেরা ভিক্ষে করেই বাঁচো
ক্ষেত মজুরেরা নাচতে শেখোনি
বাম রক শুনে নাচো।
সাবাস পুলিশ সাবাস হাজারবার
আমার অন্নদাতারাই গ্রেপ্তার।।
সাম্প্রতিক মন্তব্য সমূহ…