বুড়োদের জন্য একটা ফ্লু ভ্যাক্সিন বেরিয়েছে
জানতাম না।
শীতের ঠিক আগেই নিতে হয় শীতে জানলাম
আগে জানতাম না।
ফলে ক’দিন অন্তর ভুগছি
রেয়াজ বন্ধ
শালা কবিতা লিখে শোধ নিচ্ছি।
+++
এমন দেশ রাজ্য সময়
সবকিছু পলিটিকাল
ঠাণ্ডা লাগাও।
আমার ডাক্তার বন্ধুগুলো নির্ঘাৎ আর এস এস
বা ফেসবুকে মোল্লা-সুমন-ঠ্যাঙাওবাদী
ভ্যাক্সিনটার কথা জানায়নি।
শালা কবিতা লিখে শোধ নিচ্ছি।
+++
নির্মলেন্দু গুণ একবার বলেছিলেন
সুমন আপনার দেশ যেদিন আমাকেও আমন্ত্রণ জানাল
বুঝলাম আমিও কবি।
শালা কবিতা লিখে শোধ নিচ্ছি।
+++
নির্মল, আপনার দেশকে নিয়ে এমন এমন গান বানালাম
আপনার দেশের ক’জন বানাতে পেরেছেন
এ-যদি-আমার-দেশ-নাহয়-তো-কার-দেশ-বলো
আপনার দেশ আমার দেশ কোনও দেশ আমন্ত্রণ জানায় না
শালা কবিতা লিখে শোধ নিচ্ছি।
+++
দেবজ্যোতি মুখোপাধ্যায়, স্বাগতা দাশগুপ্তর কবিতা পড়ছেন?
বাংলা কবিতা কোথায় কোথায় চলে যেতে চাইছে জানেন?
সৈকত চক্রবর্তীর লিরিক পড়েছেন?
রাহুল পুরকায়স্থর কবিতা?
আমি বিশেষ পড়িনি
শালা কবিতা লিখে শোধ নিচ্ছি।
+++
রফিক আজাদ একবার লিখেছিলেন
আজকাল সব শালাই কবিতা লেখে
লেখেননি – আজকাল সব শালাই গান লেখে সুর দেয় গায়
নাম হয় নাম হয় মিডিয়া জানে মিডিয়া জানে
শালা কবিতা লিখে শোধ নিচ্ছি।
+++
সি বি আই ধরছে তৃণমূল নেতাদের
কী মজা
সি বি আই খুনের দায়ে ধরছে ফের বেকসুর খালাস দিচ্ছে
শাসকদলের এক নেতাকে
ইশরাত জাহান যে মুসলমান ছিলেন
কী মজা কী “বিভৎস মজা”
শালা কবিতা লিখে শোধ নিচ্ছি।
+++
১৯জি বোষ্টুমঘাটা বাই লেনের বুড়ো কাকতাড়ুয়া
এই শীতে কমরেড ভাস্কর দাশগুপ্তর কাছ থেকে নলেন গুড় পায়নি
নালিশ জানাচ্ছে বিধাতার কাছে
তিনি নিরব
শালা কবিতা লিখে শোধ নিচ্ছি।
+++
এক অসহায় বীর ছেলের মৃত্যুতে ময়দানে কংগ্রেস
অপারেশন গ্রীন হান্টের বিরুদ্ধে
লালমোহন টুডু যখন সেপাইদের হাতে খুন হলেন
ছত্রধর মাহাতো যে আজও জেলে
স্বপন মণ্ডল যে কী-সুন্দর করিম হয়ে গেলেন
করিমের যে ডি এন এ টেস্ট হলো না
মাদ্রাসাগুলোকে যে বিজেপিডুডু-খাওয়া বাংলা মিডিয়া সন্ত্রাসীদের আঁতুড়ঘর বানিয়ে ছাড়ল
সন্ত্রস্ত মুসলমানরা যে আরও সন্ত্রস্ত হয়ে পড়লেন পড়ছেন
“আহা রে বিধি ও তোর লীলা বোঝা দায়”
শালা কবিতা লিখে শোধ নিচ্ছি।
কবীর সুমন ৫, ২, ২০১৫
সাম্প্রতিক মন্তব্য সমূহ…